বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চাটখিল পৌরসভার উদ্যোগে পুরস্কার বিতরণী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চাটখিল পৌরসভার সভাপতি রাফি উদ্দিন শামীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন নোয়াখালী জেলা সভাপতি প্রফেসর শেখ সিহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষক ফেডারেশন উপদেষ্টা মাওলানা সাইফুল্লাহ, চাটখিল পৌরসভার উপদেষ্টা ও নয়া দিগন্ত পত্রিকার চাটখিল উপজেলা সংবাদদাতা মাওলানা আক্তার হোসেন, চাটখিল উপজেলার শিক্ষক ফেডারেশন সভাপতি মাওলানা ওমর ফারুক, সেক্রেটারী আবদুল খায়ের, কামরুল ইসলাম রাশেদ, মাওলানা ফয়সাল আহম্মেদ প্রমুখ।
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।