1. azad.cu@gmail.com : admincb :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন

সপ্তগাঁও ব্লাড ডোনার এসোসিয়েশনের ৮ম বর্ষে পদার্পণ

জি এম শাকিল
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৪৫৭ বার পঠিত

নব জাগরণের ৭ম বর্ষ পূর্ণ করে ৮ম বর্ষে পদার্পণ করেছে চাটখিল উপজেলা অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সপ্তগাঁও ব্লাড ডোনার এসোসিয়েশন (SBDA)।

‘নিরাপদ হোক রক্তদান – আপনার রক্তে বাঁচুক প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়-এর কয়েকজন প্রাক্তন কৃতি ছাত্রের উদ্যোগে ও ফলপ্রসু প্রচেষ্টায় ২০১৮ সালের ৩রা জানুয়ারি ‘সপ্তগাঁও ব্লাড ডোনার এসোসিয়েশন’ প্রতিষ্ঠিত হয়। সপ্তগাঁও ভিত্তিক ৭ টি গ্রামের (মুরাইম,মানিকপুর,মুটকী, রুদ্ররামপুর, চাঁদপুর, মনোহরপুর, হোসেনপুর ) মানুষের প্রয়োজনীয় রক্তের চাহিদা পূরণ এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন ও মানবিক কাজ সম্পাদনের উদ্দেশ্যে এই এসোসিয়েশন প্রতিষ্ঠা লাভ করে।

৭ম বর্ষপূতি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান এসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন আল রাজি এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সৈকত।

সপ্তগাঁও ব্লাড ডোনার এসোসিয়েশন (SBDA) এর সাধারণ সম্পাদকজ মাহবুবুর রহমান সৈকত বলেন, ‘গত ৭ বছরে বিভিন্ন সেবার মাধ্যমে মানুষের মাঝে থাকার চেষ্টা করতেছি এবং সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা বিগত ৭ বছরে আমাদের সেবাটাকে পুরো সপ্তগাঁওের প্রতিটি ঘরে পৌঁছাতে পেরেছি। বিশেষ করে বৃক্ষরোপণ ক্যাম্পেইনের মাধ্যমে সপ্তগাঁও এর ১৭৫০ টি ঘরে ২টি করে চারাগাছ পৌঁছে দিয়েছি। এছাড়াও ২০২৪ এর বন্যায় সপ্তগাঁও এর ১২০০ পরিবারকে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি ও ২০০০ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করতে সক্ষম হয়েছি। আমরা সবার সমর্থন ও ভালোবাসা নিয়ে আমাদের কার্যক্রমকে আরো বহুদূরে এগিয়ে নিতে যেতে চাই।’

সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সৈকত এর পরিচালনায় ও সভাপতি আলাউদ্দিন আল রাজি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টামন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মারুফ মুহাম্মদ জহিরুল ইসলাম, জনাব নূর নবী চৌধুরী, জনাব দেলোয়ার হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park