‘নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উপলক্ষে নোয়াখালীর চাটখিল উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডায় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বর্নাঢ্য আয়োজনে র্যালী ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয়।
উপজেলা সভাকক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছ আহমেদ হানিফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আক্তার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফারুক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান উল্লাহ চৌধুরী প্রমুখ।
মুক্ত আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, ‘বর্তমান সময়ে সকল মানুষ তার নিজ নিজ জায়গায় সোচ্চার এবং সচেতন। মানুষ এখন সব বিষয়ে কথা বলতে পারছেন। এটা কল্যাণরাষ্ট্রের বৈশিষ্ট্য।’