1. azad.cu@gmail.com : admincb :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

চাটখিলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৬২ বার পঠিত

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো নোয়াখালীর চাটখিলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে চাটখিল উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৩১ অক্টোবর ২০০৩ তারিখে জাতিসংঘের দুর্নীতির বিরুদ্ধে কনভেনশন পাস হওয়ার পর থেকে প্রতি বছর ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসটি সারা বিশ্বে পালন করা হয়।

উপজেলার দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ ফারুক সিদ্দিকী ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খোন্দকার মোস্তাক আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব আলী হোসেন, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জনাব আনিস আহম্মেদ হানিফ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জনাব মহি উদ্দিন বাবু, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম রিয়াদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, ‘শুধু সভা সমাবেশ করে দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়। আমাদের মননকে দুর্নীতিমুক্ত করতে পারলেই আমরা সত্যিকার্থে দুর্নীতিমুক্ত হতে পারবো। আমরা নিজেকে বদলাতে পারলে, সমাজ পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, চাটখিল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park