দেশের টেপ টেনিসে আলোচিত খেলোয়াড় মো. রাসেল আহমেদ শুক্কুর। সারাদেশে যাকে টেপ টেনিস কিং শুক্কুর হিসেবেই চেনে। একসময় কারখানায় কাজ করা শুক্কুর এবার নোয়াখালীতে এসে প্রথম খেলাতেই দর্শকের মন জয় করে নিয়েছেন।
দলের ৯ উইকেট পড়ে যাওয়ার পর যখন পরাজয় নিশ্চিত। ঠিক সেই সময় এক অতিমানবীয় ইনিংস খেলে নোয়াখালীর দর্শকদের অবাক করে দিয়েছেন টেপ টেনিস বলের এই তারকা ক্রিকেটার। শেষ উইকেটে তখন ১৩ বলে প্রয়োজন ৬৫ রানের। সেখানে রাসেল আহমেদ শুক্কুর ৯টি ছয় এবং ৩টি চারের সাহায্যে ৬৬ রান সংগ্রহ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।
তার ৩৭ বলে করা অপরাজিত ৯৩ রানে ভর করে তার দল জয়লাভ করে এবং শুক্কুর ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন। শুক্কুরের এই নৈপুণ্যের জন্য তাকে পারিশ্রমিকের বাহিরে আরো ৩৫ হাজার টাকা বোনাস দেওয়া হয়।
শুক্রবার (৬ ডিসেম্বর) নোয়াখালী কবিরহাট উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে 'দ্যা হান্ড্রেড বল ক্রিকেট টুর্নামেন্ট'। কয়েক বছর আগে ইংল্যান্ডে সর্বপ্রথম ব্যতিক্রমী দ্যা হান্ড্রেড বল ক্রিকেটের প্রচলণ শুরু হয়।
উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন নোয়াখালীর মুছাপুর একাদশ ও ফেনীর দক্ষিণ ডোমুরিয়া দিগন্ত সংঘ। নাটকীয়তায় ভরা উদ্বোধনী খেলায় মুছাপুর একাদশ শেষ বলে ১ উইকেটে জয়লাভ করে। আজকের উদ্বোধনী ম্যাচে ফেনীর ডুমুরিয়া দিগন্ত সংঘ করেছে ১০০ বলে ১৯৪ রান। এর জবাবে মুছাপুর একাদশ ১০০ বলে ১৯৮ রান করে জয়লাভ করে।
এই খেলায় ৫ বলে ওভার এবং প্রতিটি দল ১০০ বল পর্যন্ত খেলার সুযোগ পায়। প্রতি ১০ বল পরপর পিচের প্রান্ত বদল করা হয়। একজন বোলার টানা ৫টি অথবা ১০টি করে বল করতে পারে। এর বাহিরে নিত্যনতুন নিয়ম রয়েছে এই খেলায়।
মাস্টার ওয়াজী উল্যাহ ফাউন্ডেশনের উদ্যোগে নোয়াখালীতে এই প্রথম এই খেলার আয়োজন করা হয়। খেলায় সারাদেশের সর্বমোট ২৬ টি দল অংশগ্রহণ করে। যাতে দেশসেরা ক্রিকেটার কিং শুক্কুর, হেলিকপ্টার বাবলু, জাবেদ, বোম শিপনসহ আরও জনপ্রিয় ক্রিকেটাররা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
মো. রাসেল আহমদ শুক্কুর বলেন, 'ক্রিকেট গোল বলের খেলা। যেকোনো সময় মোমেন্টাম ঘুরে যেতে পারে। আমার আত্মবিশ্বাস ছিল পারবো। যখন চারপাশে দর্শকেরা চিৎকার করলো, তখন আমার মনে হয়েছে, আমি পারবো। দর্শকদের ভালোবাসার কারণেই আমি ভালো খেলতে পেরেছি। আমি একসময় কাজের ফাঁকে ফাঁকে খেলতাম। ক্যান্সারে মা মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি আমাকে অনেক সাপোর্ট করতেন।
তিনি আরো বলেন, 'সারা বাংলাদের মানুষের ভালোবাস পাচ্ছি, আবার টাকাও ইনকাম করতে পারতেছি। দেশের পাশাপাশি আমি দেশের বাহিরেও খেলি। দর্শকের ভালোবাসায় এখন এই পর্যায়ে আসতে পেরেছি।'
মাস্টার ওয়াজী উল্যাহ ফাউন্ডেশন এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট এর অধ্যাপক প্রফেসর ডক্টর মোঃ মাইন উদ্দিন সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ ইয়াসিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আরাফাতের রহমান হাসান, জেলা ক্রীড়া অফিসার আলাউদ্দিন, কবিরহাট থানার ওসি (তদন্ত) মোঃ মঞ্জুর আহমেদ।
চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি জহির উদ্দিন জহির, সাধারণ সম্পাদক শামসুদ্দিন মাসুদ, চাপরাশিরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ আনোয়ার হোসেন, চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফুল আজম, চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাউছার আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ ফারুক সিদ্দিকী ফরহাদ নির্বাহী সম্পাদক : মাইনউদ্দিন (বাধঁন)
সম্পাদকীয় কার্যালয়: চাটখিল দক্ষিণ বাজার, সরকারি হাসপাতাল রোড (পূর্ব গলি), চাটখিল, নোয়াখালী।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা