1. azad.cu@gmail.com : admincb :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন

আইনজীবী হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাটখিলে বিক্ষোভ

জি এম শাকিল
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৩২ বার পঠিত

বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছে চাটখিল যুবসমাজ ও তাওহীদি জনতা। একই সঙ্গে তারা চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

আজ শুক্রবার বিকালে মেঘা বাজারে সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানায় মেঘা যুবসমাজ ও তাওহীদি জনতা। আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ করে।

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গত সোমবার গ্রেপ্তার করে পুলিশ। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন গতকাল মঙ্গলবার চট্টগ্রাম আদালতে নামঞ্জুর হয়। তাঁকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হলে বিক্ষোভ শুরু করেন তাঁর অনুসারীরা। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল নিহত হন। তিনি সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ছিলেন। ইসমাইল পাটোয়ারী বলেন, বিক্ষোভকারীরা এই আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছেন।

ইসকনকে উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়ে মাওলানা নাছির তালুকদার বলেন, এর কে কোথায় রয়েছেন, তাঁদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

মুফতি মোফাজ্জল হোসেন বলেন, ‘বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন। আইনজীবী সাইফুল হত্যায় জড়িত ব্যক্তিরা ইসকনের সদস্য। তাঁদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park