নোয়াখালী জেলার পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির সহ-সভাপতি চৌমুহনী নিউ আজরিয়া লাইব্রেরীর স্বত্বাধিকারী মনিরুল হক মুরাদ মতাময়ী মা জাহানারা বেগম (৮৮) গতকাল মঙ্গলবার ১৯ নভেম্বর দিবাগত রাত ২ টায় দুনিয়ার দীর্ঘ সফর শেষ করে পরবর্তী সফরের উদ্দেশ্যে পাড়ি জমান।
জানা যায়, তিনি বার্ধক্যজনিত কারণে বেশ কয়েকদিন থেকে ঢাকার সি এম এস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। গত সপ্তাহে তাকে ঢাকাস্থ মুরাদের ছোট ভাইয়ের ঢাকা কল্যাণপুর বাসায় নিয়ে আসা হয়। সেখানেই তিনি গতকাল রাতে পরলোক গমন করেন।
পরে মরহুমার গ্রামের নিজ বাড়ী নোয়াখালী সদরের পশ্চিম চরমুটিয়া ইউপির দক্ষিণ জগতপুর ভূইয়া বাড়িতে আসরের নামাজের পর জানাজা শেষ করে দাফন কার্য সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে বাংলাদেশের পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি ও নোয়াখালী জেলা ও উপজেলা প্রস্তক প্রকাশ বিক্রেতা সমিতির নেতৃবৃন্দ ও সদস্যদের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে সমবেদনা জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ ফারুক সিদ্দিকী ফরহাদ নির্বাহী সম্পাদক : মাইনউদ্দিন (বাধঁন)
সম্পাদকীয় কার্যালয়: চাটখিল দক্ষিণ বাজার, সরকারি হাসপাতাল রোড (পূর্ব গলি), চাটখিল, নোয়াখালী।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা