1. azad.cu@gmail.com : admincb :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

নোয়াখালী থেকে অপহৃত শিশু মুন্সিগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার ৩

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২১০ বার পঠিত

 

নোয়াখালীর চাটখিল থেকে দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত শিশু মাহমুদ হাসানকে (৩) মুন্সিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার ও আসামিদের গ্রেফতার করে পুলিশ। এর আগে গত ১৩ নভেম্বর চাটখিলের খিলপাড়া থেকে শিশুটিকে অপহরণ করা হয়।

গ্রেফতাররা হলেন, মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার কাঁঠালতলী গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রোমন (২৫), একই গ্রামের আবদুল মন্নানের মেয়ে সোনিয়া আক্তার (১৯) ও চাঁদপুর জেলার কচুয়া থানার তেতৈয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. শাহরিয়া হাসান (২৫)।

তাদের মধ্যে সোনিয়া আক্তার বর্তমানে চাটখিলের খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামে ও শাহরিয়া সিরাজদিখানের ইছাপুর গ্রামে বসবাস করেন। তাদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত আলামতসহ মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

অপহৃত শিশু হাসানের মা মুন্নি আক্তার (২৫) বলেন, গত ১৩ তারিখ থেকে ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না। পরে মোবাইল ফোন করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আমাদের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ বিষয়ে শনিবার চাটখিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর পুলিশ অভিযান চালিয়ে আমার ছেলেকে উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। এতে ভুক্তভোগী শিশুকে অক্ষত উদ্ধার ও জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের রোববার (১৭ নভেম্বর) অপহরণ মামলায় আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park