ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ‘জাতীয় পার্টি এখন কোন রাজনৈতিক দলের মধ্যে পড়ে না। জাতীয় পার্টি কোনো রাজনৈতিক দল নয়। তারা হলো পরগাছা। গাছ যখন উপড়ে চলে গেছে, তাদের নিজস্ব কোন শক্তি নেই। ভিন্ন কোন গাছের উপরে টিকে থাকে। তেমনি গাছ ছিলো আওয়ামী লীগ। আওয়ামীলীগ যখন উপড়ে চলে গেছে। তখন পরগাছা ও নাই। আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছিলো জাতীয় পার্টি।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাটখিল থানা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
চাটখিল থানা সভাপতি মাওলানা খুরশিদ আলম তালহা’র সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী উত্তর শাখা সেক্রেটারী মাওলানা কামাল উদ্দিন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নোয়াখালী উত্তর সভাপতি মুফতি মুহাম্মদ আছেম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী উত্তর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুর রহীম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন নোয়াখালী উত্তর সভাপতি ডা. শাহাদাত হোসেন শাহীন, ইসলামী যুব আন্দোলন নোয়াখালী উত্তর সেক্রেটারী জিএম মাহমুদুল হাসান হামেদী, ইসলামী ছাত্র আন্দোলন নোয়াখালী উত্তর সভাপতি মুহাম্মদ ইকবাল হুসাইন সহ চাটখিল উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।