1. azad.cu@gmail.com : admincb :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন

প্রেংকি বয়েজ: ইসলামিক কন্টেন্ট করে  সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৩৫১ বার পঠিত
‘তার সাথে কিসের হিসাব, যিনি বেহিসাবে দান করেন।’ মাটির ব্যাংক নামক ৪ মিনিট ২৭ সেকেন্ডের একটি শর্ট ফিল্মের ট্যাগ লাইন এটি। গেলো বছর এই শর্ট ফিল্ম দিয়েই দেশের সোস্যাল মিডিয়ায় নেটিজেনদের কাছে প্রথম ব্যাপকভাবে পরিচিতি পান তারা।
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ‘দাওয়াত’ নামের আরেকটি শর্ট ফিল্ম নিয়ে আসেন তারা। ফেসবুকে আপ্লোডের দুই দিনেই এককোটি ছাড়িয়ে যায় স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রটির ভিউ। দেশের ইসলামিক কন্টেন্ট জগতে আবারও সাড়া ফেলে দেয় তারা।
সম্প্রতি তাদের সাথে কথা বলে জানা যায়, নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের ২২ জন তরুণ মিলে ‘প্রেংকি বয়েজ’ নামে একটি সংগঠন গড়ে তোলেন। তারা বিভিন্ন ভিডিও কনটেন্ট তৈরি করে সেটি ফেসবুক-ইউটিউবে আপলোড করে আসছেন ২০১৭ সাল থেকে। প্রথম দিকে বন্ধুদের কাছ থেকে ধার করা মোবাইলে ভিডিও করে কন্টেন্ট বানালেও বর্তামানে তারা ডিএসএলআর দিয়ে ভিডিও করছেন।
আমরা নিজেরা পাল্টাই সমাজ পাল্টানোর লক্ষ্যে- এই শ্লোগান নিয়ে তারা ইতোমধ্যেই বেশ কয়েকটি শর্ট ফিল্মসহ অনলাইনে বিভিন্ন ভিডিও প্রকাশ করেছেন। যার বেশির ভাগই সচেতনতামূলক, শিক্ষনীয় ও ধর্মীয় ভিডিও।
সংগঠনটিতে সিনেমেটোগ্রাফার হিসেবে কাজ করা মেহেদী হাসান বলেন, ‘আমরা সমাজ সচেতনতামূলক ভিডিও বানানোর চেষ্টা করি। যার ভিতর সমাজের জন্য সুন্দর কোনো মেসেজ থাকে। এলাকাবাসী প্রথম থেকেই আমাদেরকে অনেক উৎসাহ দিয়ে আসছে।’

সংগঠনটির পরিচালক মাহমুদ এইচএম

সংগঠনটির পরিচালক মাহমুদ এইচএম বলেন, ‘আমরা ২০১৭ সাল থেকে কাজ করছি। আমাদের আড়াইশোর বেশি কনটেন্ট ইউটিউব এবং ফেসবুকে রয়েছে। তবে সম্প্রতি প্রকাশ হওয়া আমাদের ‘দাওয়াত’ শর্ট ফিল্মটির ভিউ ১০ মিলিয়ন ছাড়িয়ে গেছে। এটা আমাদের নিজেদের ফেসবুক পেইজ থেকে ভিউ সংখ্যা। অন্যান্য পেইজ থেকে শেয়ার হওয়া ভিডিওটিতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। সবাই বিভিন্ন জায়গা থেকে বাহবা দিচ্ছে। এতে আমাদের পুরো টিমই খুশি।’
ইন্জিনিয়ারিং-এ পড়াশোনা করা মাহমুদ এইচএম একসময় ফ্রিল্যান্সিং করলেও তিনি এখন পুরোদমে ভিডিওগ্রাফি নিয়ে কাজ করেন। অনেকটা বিনা পারিশ্রমিকেই তার টিম মেম্বাররা তাকে সহযোগিতা করে আসছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park