1. azad.cu@gmail.com : admincb :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন

চাটখিলে উচ্চমাধ্যমিকে জিপিএ ফাইভ পেয়েছে ৪০ জন, সর্বোচ্চ মহিলা কলেজে

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৬৩৫ বার পঠিত

 

আজ রবিবার (১৫ অক্টোবর) প্রকাশিত সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের ফলাফলে নোয়াখালীর চাটখিলে জিপিএ ফাইভ পেয়েছে মোট ৪০ জন শিক্ষার্থী। বরবারের মতো সর্বোচ্চ জিপিএ ফাইভ পেয়েছে চাটখিল মহিলা কলেজের শিক্ষার্থীরা।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, চাটখিল মহিলা কলেজের ১৬ জন, চাটখিল সরকারি মাহবুব কলেজের ১৩ জন, সোমপাড়া কলেজের ৭ জন, আব্দুল ওহাব কলেজের ২ জন, চাটখিল কামিল মাদ্রাসার ১ জন ও শ্রীরায় মহিলা মাদ্রাসার ১ শিক্ষার্থী এবছর উচ্চমাধ্যমিকে জিপিএ ফাইভ পেয়েছেন।

তিনটি বোর্ড মিলিয়ে এই উপজেলায় মোট ১ হাজার ৮ শত ১ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে মোট পাশ করেছে ১ হাজার ৩ শত জন।

কুমিল্লা বোর্ডের অধীনে উপজেলার ৫টি কলেজ থেকে এবছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট ১ হাজার ৫ শত ২৩ জন। তার মধ্যে পাশ করেছে ১ হাজার ৫৫ জন এবং জিপিএ ফাইভ পেয়েছে ৩৮ জন। কলেজগুলোতে পাশের হার শতকরা ৭১.১৫ ভাগ।

৮টি মাদরাসা থেকে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ শত ৯৯ জন। তার মধ্যে পাশ করেছে ১ শত ৭৭ জন এবং জিপিএ ফাইভ পেয়েছে ২ জন। জিপিএ ফাইভ পেয়েছে ২ জন। মাদরাসাগুলোতে পাশের হার শতকরা ৮৮.০৯ ভাগ।

কারগরির দ্বাদশ শ্রেণির বিএমটি পরীক্ষায় ২টি কলেজ থেকে অংশগ্রহণ করেছে ৭৬ জন শিক্ষার্থী। তার মধ্যে পাশ করেছে ৬৮ জন। কারিগরি কলেজগুলোতে পাশের হার শতকরা ৯৩.৪০ ভাগ।

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী আট দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তা বাতিল করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park