হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই। একটি সুষম সমাজ ব্যবস্থা শুধু একতরফা হলে চলে না। ভারতে হিন্দু বেশি, যে কারণে সেটি একটি হিন্দু রাষ্ট্র হয়ে গেছে। আমরা হিন্দুত্ববাদে বিশ্বাস করি না, মৌলবাদেও বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি একটি ব্যালেন্স সোসাইটিতে। ব্যালেন্স সোসাইটিতে মৌলবাদেরও উদ্ভব হবে না আবার হিন্দুত্ববাদেরও উদ্ভব হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টায় নোয়াখালীর চাটখিল উপজেলার কেন্দ্রীয় পূজমন্ডপ শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত তিনি চাটখিল উপজেলার ১২টি পূজামন্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি প্রত্যেক মন্ডপে নগদ অর্থ সহায়তাও প্রদান করেন।
তিনি হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এই বাংলাদেশ যদি মুসলিমদের হয়ে থাকে, এই বাংলাদেশ তেমনিভাবে হিন্দুদেরও। এই মাটি আপনাদেরও আপনারা সেটা ফিল করবেন। আপনাদের সাহস দেওয়ার জন্য আমরা সবাই আছি আপনাদের সাথে। এজন্য আপনাদের বিএনপি করতে হবে তা না। আমরা যেকোন সময় আপনাদের পাশে থাকবো। ষড়যন্ত্রকারীরা মাঝে মাঝে আমাদের সংখ্যালঘু ভাইদের উপর হামলা করে ক্ষতি করার চেষ্টা করে। চাটখিল সোনাইমুড়িতে আমরা ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত সবসময় সতর্ক ছিলাম। বিএনপি হিন্দু ধর্মালম্বীদের সঙ্গে আছে এবং থাকবে।আমি চ্যালেঞ্জ দিতে চাই চাটখিলে কেউ ষড়যন্ত্র করলে বিএনপি তাদেরকে যেকোনো মূল্যে প্রতিহত করবে।’
তিনি আরো বলেন, ‘এবারের উৎসবকে সফল ও সুন্দরময় করতে প্রতিদিন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চাটখিলের মন্দিরে মন্দিরে পাহারা দিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের সকল মণ্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে বিএনপি। দূর্গোৎসব সমাপ্ত না হওয়া পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
পূজামন্ডপ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরী, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট হানিফ, সদস্য সচিব শাহাজান রানা, পৌর বিএনপির আহবায়ক শামছুল আরিফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিস আহমেদ হানিফ, যুগ্ম আহবায়ক আলাউদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবর, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইউসুফ উন নবী বাবু প্রমুখ।