জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের ২০২৩ সালের এমএসসি পরীক্ষায় সিজিপিএ ৩.৯৮ পেয়ে প্রথম শ্রেণিতে দ্বিতীয় হয়েছেন চাটখিলের ফাইজা। সম্প্রতি তার এই ফলাফল প্রকাশিত হয়। ফাইজা এর আগে একই বিভাগ থেকে বিএসসিতে সিজিপিএ ৩.৭০ পেয়ে প্রথম শ্রেণিতে চতুর্থ স্থান অর্জন করেন।
বর্তমানে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি (MIST) তে প্রভাষক হিসেবে কর্মরত ফাইজা রুকা তেজগাঁও কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান একেএম খোরশেদ আলম রবিনের কন্যা। তার মা শাহনাজ আক্তার পিনু তেজগাঁও কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপিকা। তার আরেক বোন ফাতিন নূর ঢাকা বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
ফাইজা হলিক্রস স্কুল এন্ড কলেজ থেকে ২০১৫ সালে জিপিএ-৫ নিয়ে মাধ্যমিক ও ২০১৭ সালে একই প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ নিয়ে উচ্চমাধ্যমিক শেষ করে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় গণিত বিভাগে ভর্তি হন।
পরিবারসহ ঢাকা ফার্মগেটে বসবাস করলেও ফাইজাদের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বদলকোট গ্রামের উত্তরপাড়া মুন্সী বাড়ি।
তার বাবা একেএম খোরশেদ আলম রবিন বলেন, ‘আপানারা আমার মেয়ের জন্য দোয়া করবেন। সে যেনো নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। বাবা হিসেবে আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’