“শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর চাটখিলে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালিত হয়েছে। এই উপলক্ষে আজ শনিবার সকালে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের নানা তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন এবং শিক্ষার মান বাড়াতে একাডেমিক উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নেও সরকারের সুদৃষ্টির কামনা করেন। এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক কর্মসূচি পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ ফারুক সিদ্দিকী ফরহাদ নির্বাহী সম্পাদক : মাইনউদ্দিন (বাধঁন)
সম্পাদকীয় কার্যালয়: চাটখিল দক্ষিণ বাজার, সরকারি হাসপাতাল রোড (পূর্ব গলি), চাটখিল, নোয়াখালী।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা