1. azad.cu@gmail.com : admincb :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন

চাটখিলে থানা ভাঙচুর মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার 

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৩৫৫ বার পঠিত

নোয়াখালীর চাটখিল থানায় হামলা, ভাংচুর, লুটপাট ও নাশকতার মামলায় আহসান হাবিব হাসান তফাদার(৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৪অক্টোবর)  সকাল সাড়ে ১০ দিকে চাটখিল থানার পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার  করে। সে চাটখিল পৌরসভার সুন্দরপুর গণি তফাদার বাড়ির মৃত হাজী মোহাম্মদ উল্লাহ’র ছেলে।  ও চাটখিল পৌরসভা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

উল্লেখ্য যে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পরে দেশের আইন-শৃঙ্খলা কে বিঘ্ন ঘটাতে একদল সন্ত্রাসী ও কুচক্রী মহল চাটখিল থানায় হামলা করে অগ্নি সংযোগ করে। এ সময় থানার অস্ত্রশস্ত্রসহ সকল মালামল লুট করে নিয়ে যায়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আজ শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ সময় তিনি আরো বলেন, নাশকতার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রেখেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park