মোহাম্মদ আমান উল্যা:
নোয়াখালীর চাটখিল উপজেলার ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী (বিএসসি) ৩৯ বছর ৯ মাস দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাওয়ায় সোমবার দুপুরে এক রাজকীয় বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
এমন সংবর্ধনা দেখে শিক্ষক মোহাম্মদ আলী আবেগাআপ্লুত হয়ে পড়ছেন। পাপড়ি ছিটিয়ে শুরুতেই ফুলের মালা দিয়ে বরণ করে স্মৃতিচারণ মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিদায়ী শিক্ষককে ক্রেস্টসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা জানাতে আয়োজনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল হাই। বিদায়ী শিক্ষক মোহাম্মদ আলী বলেন, তোমরা সবসময় আমার কাছে সন্তান হিসেবে থাকবে। আজ আমি বিদায় সংবর্ধনা নিচ্ছি, কিন্তু আমার দোয়া রেখে গেলাম। সন্তানেরা লেখাপড়া করে যখন অনেক বড় হবে, তখন আমার কথা মনে পড়বে। আমি চাই তোমরা নিজেদেরকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।
বিদায় সংবর্ধনার সভাপতি ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের এর প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন,বয়সে উনি আমার পিতার সমতুল্য হলেও প্রাতিষ্ঠানিক কাজের বেলায় ছিলেন দুরন্ত। এই ভীমপুর স্কুল উনার কাছে আজীবন ঋণী। তিনি আমাদের ভিত্তি গড়ে দিয়েছেন। তার বিদায়কে স্মরণীয় করে রাখতে ফুল সুসজ্জিত গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার আয়োজন করা হয়েছে। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকা প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।