1. azad.cu@gmail.com : admincb :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন

৫ আগস্টের পর সোনাইমুড়ি ভালো নেই

দৈনিক চাটখিল বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৬৭ বার পঠিত

উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী : ৫ আগস্টের পর সোনাইমুড়ির শতাধিক স্থানে আওয়ামী লীগ ও বিএনপিসহ সাধারণ মানুষকে মারধর, বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এলাকায় ভীতিকর অবস্থা বিরাজ করছে। কেউ কেউ বাড়িঘর ছেড়ে প্রাণভয়ে লুকিয়ে আছেন।
সংশ্লিষ্ট আইনশৃঙ্খ বাহিনীর কাছে এই সংক্রান্ত বিষয়ে অভিযোগ করলেও অদৃশ্য কারণে কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।
জেলার সোনাইমুড়ীর আমিশা পাড়া, দেওটি, জয়াগ ও নদনায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বেশ কিছু বাড়িতে হামলার অভিযোগের সত্যতা পাওয়া যায়। আবার বিএনপি’র নেতাকর্মীদের বাড়িতেও আওয়ামী লীগের নেতাকর্মীরা

হামলা চালিয়েছে। রাতের আধাঁরে মুখোশ কিংবা হেলমেট পরে এসব হামলার সাথে জড়িতদের খুঁজে বের করতে পারছে না পুলিশ।এসব এলাকায় রাতে দলবেধে ককটেল হামলা ও ভাঙচুর চালানোর কারণে অনেক পরিবারের মধ্যে আতঙ্ক কাজ করছে।গত ৫ আগস্ট ও এরপর থেকে এ উপজেলায় কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর উপজেলার একদলের নেতাকর্মীরা হামলার আতঙ্কে এলাকা ছেড়ে

আত্মগোপনে চলে যান। এ সুযোগে বিভিন্ন সময় নেতাকর্মীদের শতাধিক বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। উপজেলার সবচেয়ে বেশি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে পিরোজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী জানান, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত অবনতির পথে। এ সুযোগে একশ্রেণীর রাজনৈতিক দলের নেতাকর্মীরা সাধারণ মানুষদের বাড়িঘরে হামলা,লুটপাট চালাচ্ছে। অনেকে প্রাণভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

সোনাইমুড়ী থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান,৫ ই আগস্টের পর বাড়ি ঘরে হামলা লুটপাটের ঘটনায় কয়েকটি অভিযোগ জমা পড়েছে। বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক চাটখিল বার্তা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park