চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি:
৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার (০১ অক্টোবর) নোয়াখালীর চাটখিলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মিলনায়তনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলী হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। বক্তব্য রাখেন দ্বীপ উন্নয়ন সংস্থার এরিয়া ম্যানেজার মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেদী হাসান, ফিল্ড সুপারভাইজার ইসমাইল হোসেন ও ইউ এস ডাব্লিউ মোহাম্মদ রফিক উল্লাহ।
অনুষ্ঠান শেষে চাটখিল উপজেলা সমাজসেবা অধিদপ্তর বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও চিকিৎসা খরচ চালাতে অক্ষম ব্যক্তিদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।